Image description

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও বিভাগীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

উপাচার্য বলেন, “আজকের নির্ধারিত জকসু নির্বাচন পিছিয়ে আগামী ৬ জানুয়ারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান পরিস্থিতির কারণে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

এর আগে, মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর আগমুহূর্তে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পৌঁছালে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত ঘোষণা করে। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে পুনরায় সিন্ডিকেট সভা ডেকে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতিক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন তারিখ ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ পুনরায় ফিরে এসেছে।

মানবকন্ঠ/আরআই