Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে মিরাজুল ইসলাম রিফাত নামে এক স্কুলছাত্র। সে উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ‘সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ’-এর দশম শ্রেণির ছাত্র।

রিফাত নিখোঁজের ঘটনায় তার মা নাছিমা আক্তার বাদী হয়ে গত রোববার (২৮ ডিসেম্বর) সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রিফাত বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের বাড়ি থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ছাত্রের বাবা আবুল কালাম কান্নাজড়িত কণ্ঠে জানান, রিফাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। বাসা থেকে বের হওয়ার সময় সে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতে রেখে যায়। ছেলের খোঁজ না পেয়ে তার মা অসুস্থ হয়ে পড়েছেন। পুরো পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, ‘স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি নেওয়া হয়েছে। ওই ছাত্রের ছবি ও বিবরণ বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।’

মানবকণ্ঠ/ডিআর