Image description

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬-এর তালিকায় বিশ্বসেরা গবেষকদের মধ্যে টানা ষষ্ঠবারের মতো স্থান পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।

বর্তমানে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মেট্রোতে কর্মরত রয়েছেন। তার বাড়ি টাঙ্গাইল জেলা সদর উপজেলায়।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের ২০২৬ সালের তালিকায় বিশ্বের ২২১টি দেশের ২৪ হাজার ৬৭২টি প্রতিষ্ঠানের প্রায় ২৪ লাখ ৩৩ হাজার ৭০০ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশের ২২২টি প্রতিষ্ঠানের ১৯ হাজার ৩৭৫ জন গবেষক রয়েছেন। এসআই মো. কামরুজ্জামান মাভাবিপ্রবির ২০৭ জন গবেষকের মধ্যে ৮ম এবং বাংলাদেশের সম্মিলিত তালিকায় ১,০৫৫তম অবস্থানে রয়েছেন। এছাড়া ‘ল অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ ক্যাটাগরিতে ক্রিমিনোলজি ও ভিকটিমোলজি গবেষণায় তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশায় থেকেও গবেষণার আগ্রহের বিষয়ে মো. কামরুজ্জামান বলেন, “২০১৯ সালে কর্মজীবন শুরু করার পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে পদায়নের সুবাদে গবেষণা চালিয়ে যাওয়া সহজ হয়েছে। গবেষণার মাধ্যমে অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি। এই সাফল্যে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহকর্মী ও সহপাঠীদের অবদান অনস্বীকার্য।”

২০২১ সাল থেকে প্রতিবছরই তিনি এই তালিকায় জায়গা করে নিচ্ছেন। গবেষণার পাশাপাশি এসআই কামরুজ্জামান একজন নিবেদিত সমাজকর্মী। ২০১০ সালে নিজ গ্রাম টাঙ্গাইলের চৌরাকররায় তিনি ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ প্রতিষ্ঠা করেন। পাঠাগারটি সেলুন, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে অণু-পাঠাগার স্থাপনসহ নানা শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এটি একটি আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রস্তুতকারী সংস্থা, যা গবেষকদের গত পাঁচ বছরের গবেষণা কার্যক্রম, এইচ-ইনডেক্স, আই-টেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে ১২টি ক্যাটাগরিতে এই তালিকা প্রকাশ করে থাকে।

মানবকণ্ঠ/ডিআর