Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাপ ব্যবহার করে জালিয়াতির সময় এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃত পরীক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা (রোল নম্বর: ৩১১০০০৫২)। তার বাবার নাম ড. সাহা চঞ্চল কুমার। 

আজ সকাল ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার পর একটি হলের পরিদর্শক ওই পরীক্ষার্থীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ করেন। পর্যবেক্ষক শিক্ষক দেখতে পান, দিব্য তার সাথে থাকা মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের চারটি ছবি তোলেন। এরপর তিনি ‘ডিপসিক’ (DeepSeek) নামক একটি এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন। জালিয়াতির বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দিব্য নিজের অপরাধ স্বীকার করে বলেন, “আমি মোবাইল ফোন ব্যবহার করে ডিপসিক অ্যাপের মাধ্যমে উত্তর খুঁজছিলাম। আমি বুঝতে পারিনি এটা এত বড় অপরাধ হয়ে যাবে। আমি আমার ভুল স্বীকার করছি এবং ক্ষমা প্রার্থনা করছি।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরীক্ষার হলের ভেতরে ওই শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। দেখা যায়, সে অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছিল। এটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আমরা তার বিরুদ্ধে প্রচলিত বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।”

মানবকণ্ঠ/ডিআর