হবিগঞ্জের লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাতাউক গ্রামের মিছির আলী এবং শাহজাহান মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বড় ধরনের সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। এরপর লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে একটি দল সাতাউক মধ্যগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় নুর জামে মসজিদের সামনের জমি থেকে সংঘর্ষের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মিছির আলী (৬৫), মোঃ কাউছার মিয়া (৪৭), আব্দুল গনি (১৯), মোঃ রমজান মিয়া (৫৮) এবং মোঃ রফিক মিয়া (৫০)।
একই দিনে পৃথক অভিযানে মাদক মামলার পলাতক আসামি মোঃ মোতালিব মিয়া (৫০)-কে সিংহগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ কাউসার মিয়া (৩৭) এবং জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি নোমান চৌধুরীকে ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান, “উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সাতাউক গ্রামে সম্ভাব্য সংঘর্ষ রুখতে এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের অংশ হিসেবে এই ৮ জনকে আটক করা হয়েছে।”
গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments