ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলে নবাব স্যার খাজা সলিমুল্লাহর ১১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) আসর নামাজের পর হল মসজিদের ভেতরে এই সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান মঞ্জিল জাদুঘরের সাবেক কিউরেটর ড. মোহাম্মদ আলমগীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ নবাব সলিমুল্লাহর শিক্ষা ও সমাজ উন্নয়নে অনবদ্য অবদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ (বর্তমান বুয়েট) প্রতিষ্ঠার সময় সরকারি কোষাগার থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল মাত্র ৩০ হাজার টাকা। বাকি ১ লাখ টাকা নবাব সলিমুল্লাহ নিজ উদ্যোগে দান করেন। তার দূরদর্শী প্রচেষ্টায় আজ আমরা এ ধরণের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হল শাখা ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. জায়েদুল হকসহ হল ও ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হল প্রশাসনের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে নবাব স্যার খাজা সলিমুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে হলের সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments