Image description

দৈনিক মানবকণ্ঠে “গাজীপুরে গ্যাস নেই দাবি দোকানিদের; বেশি টাকা দিলেই মিলছে সিলিন্ডার” শীর্ষক সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এই সংবাদে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র উঠে আসার পর গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ঝটিকা অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত পুবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব মীরের বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আফসানা পারভিন।

অভিযানকালে দেখা যায়, ‘মা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠান গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অনেক বেশি দামে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এই অপরাধের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে দৈনিক মানবকণ্ঠের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে যে, পুবাইলের হায়দারাবাদ, মাজুখান, মীরের বাজার, কলেজ গেট ও পুবাইল বাজার এলাকায় এলপিজি সিলিন্ডারের তীব্র কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডার সরকার নির্ধারিত দামের পরিবর্তে ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছিল। প্রতিবেদনটি প্রকাশের পর দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ায় স্থানীয় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

অভিযান শেষে উপ-পরিচালক আফসানা পারভিন জানান, পুবাইল এলাকায় গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে পুবাইল থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

সচেতন মহলের মতে, গণমাধ্যমে জনদুর্ভোগের বিষয়টি উঠে আসায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে।

মানবকণ্ঠ/ডিআর