Image description

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা— ‘হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে না’, ‘সব ক্যাম্পাসের সংসদ দিতে হবে’, ‘নয় দফার এক দাবি, সব ক্যাম্পাসের সংসদ’—এ ধরনের নানা স্লোগান দেন।

সমাবেশে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবি বলেন, "একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার লক্ষ্য নিয়ে ব্রাকসু ও শাকসু নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। অবিলম্বে সব বাধা দূর করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।"

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, "পেশিশক্তি এবং আদালতকে ব্যবহার করে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। এটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণের শামিল। দ্রুত ব্রাকসু ও শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে ছাত্র-জনতা আবারও রাজপথে কঠোর আন্দোলনে ফিরতে বাধ্য হবে।"

উল্লেখ্য, আজ সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ দেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

মানবকণ্ঠ/ডিআর