ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) পালিত হয়েছে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতী পূজা। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাণী অর্চনার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব চলে দিনব্যাপী।
বিশ্ববিদ্যালয়ের সনাতনী সংগঠন ‘বাণী অর্চনা’র উদ্যোগে আয়োজিত এই পূজাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছিল। মণ্ডপ তৈরি, আকর্ষণীয় সাজসজ্জা এবং বাহারি আল্পনায় ক্যাম্পাস প্রাঙ্গণ সাজিয়ে তোলেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
পূজায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস মৃদুল কান্তি সাহা বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী হলো বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সংস্কৃতির দেবী। দেবীর চরণে আমাদের প্রার্থনা—সকলের সৃজনশীলতা ও মেধা যেন বিকশিত হয়।”
বাণী অর্চনা সংঘের সাধারণ সম্পাদক অরিন সাহা বলেন, “আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করেছি। দেবীর আশীর্বাদে সকল অন্ধকার দূরীভূত হয়ে পৃথিবী জ্ঞানের আলোয় আলোকিত হবে এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের (গাকসু) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সরস্বতী পূজা শুরু হয়। সেই ধারাবাহিকতায় এটি ছিল দ্বিতীয়বারের মতো আয়োজন।
মানবকণ্ঠ/ডিআর




Comments