Image description

ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের সুবর্ণ সুযোগ দিচ্ছে দৈনিক ‘মানবকণ্ঠ’। প্রতিষ্ঠানটির ডিজিটাল বিভাগে ‘প্রেজেন্টার’ পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পাশ এবং শুদ্ধ উচ্চারণে পারদর্শীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

কারা আবেদন করতে পারবেন?
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন। অভিজ্ঞদের পাশাপাশি এ ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে আগ্রহী যোগ্য শিক্ষানবিসদেরও (Apprentice) সুযোগ দেওয়া হবে।

প্রয়োজনীয় যোগ্যতা:
সংবাদ বা অনুষ্ঠান উপস্থাপনায় আত্মবিশ্বাসী হতে হবে।
শুদ্ধ ও প্রমিত উচ্চারণে কথা বলায় পারদর্শী হতে হবে।
নিউজ এবং ফিচার স্ক্রিপ্ট লেখায় বিশেষ দক্ষতা থাকতে হবে।
সর্বোপরি, সত্যের সন্ধানে সদাসতর্ক ও আপসহীন মানসিকতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা:
নির্বাচিত প্রার্থীদের জন্য রয়েছে সৃজনশীল কাজের পরিবেশ। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) পাঠিয়ে আজই আবেদন করতে হবে। ইমেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা: [email protected]

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৬