দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ‘মানবকণ্ঠ’ তাদের ডিজিটাল বিভাগকে আরও গতিশীল ও শক্তিশালী করতে দক্ষ জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ‘গণমানুষের কণ্ঠস্বর’ হিসেবে পরিচিত এই সংবাদমাধ্যমটি অভিজ্ঞ সংবাদকর্মীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
পদের নাম ও যোগ্যতা
প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল বিভাগে ‘সিনিয়র সাব-এডিটর’ পদে নিয়োগ দেবে। এই পদের জন্য প্রার্থীদের সাংবাদিকতায় অন্তত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে।
কারা অগ্রাধিকার পাবেন?
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা সত্যের সন্ধানে সদা আপসহীন এবং যাদের সাংবাদিকতার মৌলিক বিষয়ে স্বচ্ছ ধারণা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে ইংরেজি ভাষা থেকে সাবলীল ভাবানুবাদে দক্ষতা, নিউজ ও ফিচারের জন্য মানসম্মত স্ক্রিপ্ট তৈরি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে যাদের সম্যক জ্ঞান রয়েছে, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) ইমেইল করার জানানো হয়েছে।
আবেদনের ঠিকানা: [email protected]
আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
বি/এস




Comments