আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সন্ধ্যা ৭টায় বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
সংগঠনের নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটজন কেন্দ্রীয় সমন্বয়ক বান্দরবানের লামায় যাওয়ার সময় সোনারগাঁয়ের মোগড়াপাড়ার মেঘনা ব্রিজ অংশে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা সমন্বয়কদের গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। তিনি বলেন, ‘সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
তারা আমাদের বলেছেন, একদল ছিনতাইকারী তাদের গাড়ি আটকে মোবাইল, মানিব্যাগ নিয়ে গেছে। মোট আটজন সমন্বয়ক ছিলেন।’
এদিকে গত রাতের হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করারও ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করার কথা জানিয়েছে সংগঠনটি।
মানবকণ্ঠ/আরআই
Comments