
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় বাবার সামনে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পল্লবী পুরান থানার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত যুবক ও হামলাকারীরা পূর্ব পরিচিত ছিল।
নিহত মো. রিফাত (২৮) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার উত্তর শালদোর গ্রামের মো. সাগর মিয়ার ছেলে। তিনি মিরপুরের ১২ নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি গার্মেন্টসে চাকরি করতেন।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাতে জানা যায়, বিকেলের দিকে রিফাত তার বাবার সঙ্গে পল্লবী পুরান থানার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন থেকে চারজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিফাতের মা ফাতেমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিকেলে বাসায় ফেরার পথে পল্লবী থানার সামনে কয়েকজন আমার ছেলেকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারিনি। কে বা কারা এই কাজ করেছে, আমি কিছুই জানি না।”
পুলিশের বক্তব্য
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, “আজ পল্লবী পুরান থানার সামনে এক যুবককে কয়েকজন মিলে ছুরিকাঘাত করেছে। ঘটনার সময় তার বাবা সঙ্গে ছিলেন। হামলাকারীরা এবং নিহত যুবক পূর্ব পরিচিত। এই হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে আমরা তদন্ত শুরু করেছি। আসামিদের গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।”
এলাকায় উত্তেজনা
এ ঘটনার পর পল্লবী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রকাশ্য দিবালোকে এ ধরনের ঘটনা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রাথমিক তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
Comments