Image description

রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালক মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় আউয়ালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ভর্মী এলাকায়। তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় বসবাস করতেন আউয়াল।

তিনি বলেন, ‘সোমবার রাতে এক পথচারী ফোন দিয়ে জানায় হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালক আহত হয়েছেন। পরে জানতে পারি আহত ব্যক্তি আউয়াল। প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সকালে ঢামেক থেকে তার মৃত্যুর খবর পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ভোরের দিকে পথচারীরা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।