
সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামের শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে তাঁর নিজ গ্রাম ব্রাহ্মনহাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গতকাল সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন নূরুল মজিদ। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করেছিল র্যাব।
Comments