
একমাস পর আবারও রাজধানীতে বেশ বড়সড় তৎপরতা দেখালো কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। প্রায় একই সময়ে ঢাকার ১১টি স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে ৩৫ টি স্পটে মিছিল করেছে তারা।
আজ সোমবার বেলা ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে অন্তত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরআগে গত ২৪ সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগের বড় ধরনের শোডাউন প্রদর্শনের চেষ্টাকালে ২৪৪ জনকে আটক করে পুলিশ।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টোপাশ থেকে মিছিল বের করেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান বলেন, “সকাল পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল কুড়িলের দিক থেকে কুর্মিটোলা হাসপাতালের দিকে আসে। তখন পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। এছাড়া একই মিছিল থেকে খিলক্ষেত থানাও ৪ জনকে আটক করে। মাঝখানে ডিভাইডার থাকায় ওই পার্শ্বের পুলিশ চারজনকে আটক করে।”
শনির আখরা এলাকায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করে।
যাত্রাবাড়ী এলাকার একজন বাসিন্দা বলেন, “হঠাৎ দেখি মেইন রোডে কয়েকশ আওয়ামী লীগের লোকজন মিছিল করছে। তারা ডেমরা রাস্তা ধরে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হয়েছে।”
মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও নানা স্লোগান দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
ওয়ারীর জয়কালি মন্দির এলাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন।
ডিএমপির ওয়ারী বিভাগের উপ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “এই মিছিলে কারা ছিল, আমরা শনাক্ত করার চেষ্টা করছি, মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
সকাল সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানমন্ডি আবাহনী মাঠ হতে রাসেল স্কোয়ার অভিমুখে বিক্ষোভ মিছিল করে।
মিছিল নিয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “মিছিলের বিষয়ে আমি পরে কথা বলব।”
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন বলেন, “সোয়া ১১টার দিকে ভূমি ভবনের দক্ষিণ দিক দিয়ে একটি মিছিল হয়েছে, আমরা কাউকে আটক করতে পারিনি। তবে আমাদের টিম তাদের আটক করতে মাঠে কাজ করছে।”
তেজগাঁও সাতরাস্তা এলাকার এক পথচারী বলেন, “আওয়ামী লীগের কয়েকশ লোকজন মিছিল নিয়ে সাতরাস্তার দিকে আসতে থাকে, সে সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল।”
রাজধানীর বাটা সিগন্যাল মোড়ে সকাল ১১টার দিকে মিছিলের সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে দেখা যায় পুলিশকে। তবে তাকে কোন থানা গ্রেপ্তার করেছে তা জানা যায়নি।
সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি ওই সড়কের শেষ মাথায় রবীন্দ্র সরণিতে পৌঁছালে একদল লোক ধাওয়া দেয়। তখন মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ঢাকার আগারগাঁও এলাকার বাংলাদেশ বেতারের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়।
রমনার মৎস্য ভবন এলাকায় কয়েকশত নেতাকর্মী নিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীর শেরেবাংলা নগরে যুবলীগের বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া মতিঝিলের দিলকুশাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, ঢাকায় কিছু জায়গায় মিছিলের কথা তাঁরা শুনেছেন। এ ধরনের তৎপরতা বন্ধে পুলিশ সক্রিয় রয়েছে। তাৎক্ষণিকভাবে মিছিলে অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনার নির্দেশনা এবং মিছিলকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা আছে।
Comments