
ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, দলের ভেতরে চাঁদাবাজ গডফাদার কোনো অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না। সবাই এ বিষয়ে সোচ্চার হলে দল অনেক শক্তিশালী হবে। যদি কখনো আপনারা আমার কোনো অন্যায় দেখেন তাহলে আপনারা আমার বিরুদ্ধে আওয়াজ তুলবেন। যেনো আমি নিজেকে শুধরে নিতে পারি।
মঙ্গলবার বিকেলে আশকোনা বাজার এলাকায় দক্ষিণখান থানা মহিলাদল আয়োজিত নারী ভোটারদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাকিয়া সুলতানা পান্না, সভানেত্রী, দক্ষিণখান থানা, মহিলাদল।
অন্যদিকে মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন প্রধান বক্তা বক্তব্যে বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। এই ঐক্য কেউ নষ্ট করতে পারবে না। জাতি খারাপ ও মন্দ ব্যক্তিদের বেশি চেনে, ভালো লোকদের কম চেনে। এখন দিন বদলের দিন এসেছে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে মোস্তফা জামান বলেন, আপনারা কোনো ভাইয়ের লোক হবেন না, কারো নামে স্লোগান দেব না। আপনারা আমরা সবাই তারেক রহমানের লোক আর স্লোগান যদি ধরতে হয় আপনারা জিয়া পরিবারের নামে স্লোগান ধরবেন। মনে রাখবেন আপনার কারণে কোনো ভোটার কষ্ট না পায়। শেখ হাসিনা যা করেছে তা করবে না। দলের কয়েকজন নেতা কর্মীদের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে দলের থাকার কোনো অধিকার নেই।
তিনি আরো বলেন, সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীতা বাছাই করছে। যারা সৎ, সাধারণ মানুষের পাশে থাকে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ক্লিন ইমেজ ব্যক্তিদের নমিনেশন দেয়া হবে। কোনো চাঁদাবাজ গডফাদারকে নমিনেশন দেয়া হবে না বলে জানিয়েছেন এই নেতা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দক্ষিনখান থানা, বিএনপি আহ্বায়ক হেলাল তালুকদার, শাহাবুদ্দীন সাগর, সাবেক সভাপতি, দক্ষিণখান থানা বিএনপি, দেলোয়ার হোসেন দিলু সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিমানবন্দর থানা বিএনপি, আমিরুল ইসলাম বাবলু সিনিয়র যুগ্ম আহবায়ক, দক্ষিণখান থানা বিএনপি,আদুস সালাম ডিলার যুগ্ম আহবায়ক, দক্ষিণখান থানা বিএনপি, হাজি শরিফ সভাপতি ৪৯ নং ওয়ার্ড বিএনপি, নূরুল আক্তার সভাপতি ৪৯শং ওয়ার্ড বিএনপি, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক সদস্য ফজলুল হক শিকদার প্রমুখ ।
Comments