রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি বাড়ির নিচতলার গুদাম থেকে দুটি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা মরদেহ দুটির সন্ধান পায়, যার একটি যুবক ও অন্যটি এক নারীর। রোববার (২ নভেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মৃত যুবক সাইফুল ইসলাম (২৪) পার্শ্ববর্তী ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন। নিহত নারী ওই এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৭-৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এবং ময়নাতদন্তের পরেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বাড়ির মালিক আতিক জানান, সম্প্রতি তার স্ত্রীর মৃত্যুর পর তিনি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে বাসাবাড়ি পরিষ্কার করার সময় তীব্র পচা গন্ধ পান। প্রথমে তিনি কয়েকটি মৃত ইঁদুর খুঁজে পেয়ে তা সরিয়ে ফেলেন। কিন্তু সকালে আবারও দুর্গন্ধ পাওয়ায় তল্লাশি চালিয়ে নিচতলার গুদামে মরদেহ দুটি দেখতে পান।




Comments