রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে দুটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হত্যার শিকার হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি ভবনের নিচতলার পরিত্যক্ত কারখানা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশের গুলশান বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, এর আগে মাদ্রাসার নিরাপত্তাকর্মী সাইফুল এবং গৃহপরিচারিকা শাকিলার নিখোঁজের ঘটনায় ২৬ অক্টোবর পৃথক জিডি হয় বাড্ডা থানায়। পুলিশের ধারণা মরদেহ দুটি এই নিখোঁজ নিরাপত্তাকর্মী এবং গৃহপরিচারিকার। তবে তাদের চেহারা বোঝা না যাওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ মেলার পর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।




Comments