রাজধানীর রামপুরায় আগুনে পুড়ে গেছে ভিক্টর পরিবহনের একটি বাস।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পর বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তারা জানায়, জনমনে আতঙ্ক ছড়াতে কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে পুলিশ সদস্যসহ ৩ জন আহত হন।




Comments