রাজধানীর উত্তরায় জসীম উদ্দীন রোডে দুই ভাঙারি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রোববার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত দুই ব্যবসায়ী হলেন মো. মাসুদ রানা (৩৭) এবং মো. আল-আমিন (৪২)। তারা ভাঙারি ব্যবসার পার্টনার ছিলেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ভোর পৌনে ৬টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়।
আহত আল-আমিনের স্ত্রী মোছা. লাইজু জানান, "জসীম উদ্দীন রোডে কিচেন হাউজের সামনে হঠাৎ কয়েকজন ছিনতাইকারী এসে আমার স্বামী আর তার পার্টনারকে মাথায়, পিঠে ও কপালে কুপিয়ে ফেলে যায়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ছিনতাইকারীর হামলায় আহত দুই ব্যবসায়ী হাসপাতালে আসেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।




Comments