বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাটোরে নেসকোর নির্বাহী প্রকৌশলীর অফিস ঘেরাও করেছে ছাত্রজনতা। সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে শহরের আলাইপুর এলাকায় নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে এই ঘেরাও কর্মসূচি শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলমান ছিল।
ঘেরাও চলাকালে শিক্ষার্থীরা অভিযোগ করেন, নেসকোর ডিজিটাল মিটারের মাধ্যমে জনগণকে 'নিঃস্ব বানানো হচ্ছে'। মিটারে টাকা রিচার্জ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন চার্জ কেটে নেওয়া হয়। তারা জানান, স্থানীয় জনগণ এই মিটার বাতিল চায় এবং প্রিপেইড মিটার স্থাপনের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ করে গ্রাহকরা নেসকো অফিসে নানা সময়ে প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি।
নাটোর নেসকোর নির্বাহী প্রকৌশলী বিশাল আগারওয়াল জানান, ছাত্ররা প্রিপেইড মিটার বাতিলসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে। তবে, যেহেতু এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়, তাই মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করা হয়েছে।




Comments