রাজধানীর গণপরিবহনের অন্যতম মাধ্যম মেট্রোরেলকে মাদক পাচারের রুট হিসেবে বেছে নিয়েছিল একটি চক্র। তবে এবার শেষ রক্ষা হয়নি। সোমবার বিকেলে শেওড়াপাড়া স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে এমআরটি পুলিশ।
বিকেল ৪টার দিকে স্টেশনে প্রবেশের সময় তাদের বড় ব্যাগ তল্লাশি করে এই মাদক উদ্ধার করা হয়। এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা এর আগেও দুবার মেট্রোরেলে করে সফলভাবে গাঁজা পরিবহন করেছিলেন। এবার তারা শেওড়াপাড়া থেকে মতিঝিল যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটকদের কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা জোরদার করায় এই চালানটি ধরা পড়েছে বলে জানান তিনি।




Comments