দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে রাজধানীর গুলশানে ৩৯ কাঠার একটি প্লট এবং আশুলিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোট ১৪ বিঘা জমি।
সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক আদালতে জানায়, নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ গড়েছেন। সম্প্রতি শ্রমিকদের বেতন পরিশোধের অজুহাতে তিনি এসব সম্পত্তি বিক্রির চেষ্টা করছিলেন। রাষ্ট্রের স্বার্থ রক্ষায় ও মামলা নিষ্পত্তির আগে যাতে সম্পত্তি হস্তান্তর না হয়, সেজন্যই এই জব্দের আবেদন করা হয়।




Comments