Image description

নীলফামারীর সৈয়দপুরে ধানবোঝাই ট্রলির সজোরে ধাক্কায় উত্তরা ইপিজেডের এক অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় সংলগ্ন খাদিজা পেট্রোল পাম্পের সামে বাইপাস সড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মোছা. আনোয়ারা বেগম (৪০)। তিনি সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর বালাপাড়া গ্রামের সিরাজ ইসলামের স্ত্রী। আনোয়ারা বেগম উত্তরা ইপিজেডের দেশবন্ধু গ্রুপের একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং অন্তঃসত্ত্বা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছুটি শেষে স্বামী সিরাজ ইসলামের মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন আনোয়ারা বেগম। বাইপাস সড়কের খাদিজা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ধানবোঝাই ট্রলি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেলে থাকা আনোয়ারা বেগমের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল চালক স্বামী সিরাজ ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওয়াপদা মোড় থেকে বাইপাস সড়কটি অত্যন্ত ব্যস্ত এবং দুর্ঘটনাপ্রবণ। ট্রলি, ট্রাক ও মোটরসাইকেলের অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত স্বামীকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দের চেষ্টা চলছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।