Image description

চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের নভেম্বরের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া শুধুমাত্র গত ২৩ নভেম্বর একদিনেই দেশে এসেছে ১৩ কোটি ৬০ লাখ ডলার।

চলতি অর্থবছরের (জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত) মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫০ শতাংশ বেশি।