জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার এ কথা জানিয়েছে ইসি। ভোটার তালিকার সিডি প্রস্তুতের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকেল ৪টা থেকে এনআইডির সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একই দিন হবে গণভোটও। এ লক্ষ্যে কার্যক্রমের অংশ হিসেবে এনআইডি সেবা বন্ধ রাখছে ইসি।




Comments