Image description

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৪৯, যা বাতাসের মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ নির্দেশ করে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

আইকিউএয়ারের তথ্যমতে, আজ সকালে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ৩২ গুণ বেশি ছিল।

আজ রাজধানীর ছয়টি এলাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে দক্ষিণ পল্লবী (স্কোর ২৭১)। এরপর যথাক্রমে ইস্টার্ন হাউজিং (২৫৭), মাদানি সরণির বেজ এজওয়াটার (২৫৩), কল্যাণপুর (২৪৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২২৫) এবং গোড়ান (২০৫)।

আজ দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে ঢাকা এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই সবকটি শহরের বাতাসের মানই ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০-৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১-১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১-১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া স্কোর ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।