ঢাকার যাত্রাবাড়ীতে কাভার্টভ্যানের ধাক্কায় শাহিন (৩৫) নামের সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক ফিরোজ (৪৫)। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মাতুয়াইল মেডিক্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন যাত্রাবাড়ীর সানারপাড় এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাতুয়াইল মেডিক্যালের সামনে কাভার্টভ্যানের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সজোরে ধাক্কা লাগে। এতে সিএনজিতে থাকা যাত্রী শাহিন গুরুতর আহত হন। শাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। আহত ফিরোজ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




Comments