ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আসা কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ ওসমান হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসার প্রেক্ষিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া হয়েছে। ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে ‘রাষ্ট্রীয় শোক’ ঘোষণা করা হয়েছে। এছাড়া শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জানাজা ঘিরে বড় ধরনের জনসমাগম সামাল দিতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মার্কিন দূতাবাসও এই পরিস্থিতিতে তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।




Comments