Image description

রাজধানী ঢাকায় আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার-২০২৫’ শুরু হয়েছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ চার দিনব্যাপী মেলায় গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী আশিয়ান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলায় ৮ নম্বর স্টলে ফ্ল্যাগশিপ প্রকল্প ‘আশিয়ান সিটি’ নিয়ে হাজির হয়েছে আশিয়ান গ্রুপ, যা ক্রেতাদের জন্য একটি স্বপ্নের সুযোগ তৈরি করেছে।

আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আশিয়ান সিটি আমাদের স্বপ্নের প্রকল্প, যা রাজধানীর প্রাণকেন্দ্রে গড়ে উঠছে একটি অভিজাত, আধুনিক ও সবুজ আবাসিক শহর হিসেবে। প্রিমিয়াম লোকেশন, নিরাপদ বিনিয়োগ, উন্নত পরিকল্পনা এবং ভবিষ্যতের জন্য সম্পূর্ণ সুবিধাসমৃদ্ধ পরিবেশ—সবকিছু এখানে সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীতে, হাজী ক্যাম্প সংলগ্ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ প্রকল্পটি গুলশান, বনানী, বারিধারা ও পূর্বাচল ৩০০ ফুট সড়ক থেকে মাত্র ২ কিলোমিটারের মধ্যে। ড্যাপ অনুসারে ২০০ ফুট, ১০০ ফুট ও ৮০ ফুট প্রশস্ত রাস্তা দিয়ে পরিকল্পিত এ প্রকল্প যোগাযোগকে করেছে আরও সহজ, নিরাপদ ও আধুনিক।’

উচ্ছ্বাসের সাথে তিনি যোগ করেন, ‘আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, রিহ্যাব ফেয়ারে আমাদের স্টলে এসে আশিয়ান সিটির এই অভিজাত সুযোগ কাজে লাগান। এটি শুধু একটি প্লট নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি স্বপ্নের শহর!’

আশিয়ান সিটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আধুনিক সুবিধাসমৃদ্ধ পরিবেশ। প্রকল্পে সাড়ে ৩, ৫, ১০ এবং ২০ কাঠার রেডি প্লট পাওয়া যাচ্ছে, যা বাড়ি নির্মাণের জন্য পুরোপুরি উপযোগী। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২ থেকে ১০ বিঘা এবং প্রস্তাবিত অত্যাধুনিক ক্যাডেট কলেজের জন্য ২০ বিঘার বড় প্লট। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ জায়গা, যা ভবিষ্যতে এলাকাকে একটি সমৃদ্ধ শিক্ষ-স্বাস্থ্যকেন্দ্রিক আবাসন শহরে পরিণত করবে। প্রকল্পটি ফ্লাইং জোন এবং ফ্লাড ফ্লো জোনের আওতামুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের জন্য এটি একটি নিরাপদ ও টেকসই বিকল্প। ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হবে বলে পরিকল্পনা রয়েছে, যা বাসিন্দাদের জন্য একটি আধুনিক, সবুজ ও শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা দিচ্ছে।

মেলায় আশিয়ান সিটির স্টলে ক্রেতাদের জন্য রয়েছে অবিশ্বাস্য অফার। প্লট বুকিং করলেই পাওয়া যাবে গোল্ড কয়েন, আইফোন, ল্যাপটপ, টিভি এবং এককালীন মূল্য পরিশোধে গাড়ি, মোটরসাইকেল, ডায়মন্ড নেকলেস সেটসহ একাধিক আকর্ষণীয় উপহার। এছাড়া সহজ কিস্তির সুবিধা থাকায় সাধ ও সাধ্যের মিলিয়ে নিজের স্বপ্নের ঠিকানা গড়ে তোলা এখন আরও সহজ।

মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। সিঙ্গেল এন্ট্রি টিকিট ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। প্রতিদিন রাত ৯টায় র‍্যাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।