হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বের হয়ে একটি লাল সবুজের বাসে করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় ও পরিবারের মানুষদের সঙ্গে সাক্ষাৎ ও ভ্রমণের আনুষ্ঠানিকতা সেরে তিনি গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন। সঙ্গে রয়েছে তার সফরসঙ্গী ও সিনিয়র নেতৃবৃন্দের টিম মেম্বাররা।
তার পুরো বহরটিতে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তার সঙ্গে ছুটছেন দীর্ঘ অপেক্ষায় থাকা নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের হাত নেড়ে সাড়া দেন তারেক রহমান।




Comments