Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক কৃষক দল নেতা। নিহতের নাম খাইরুজ্জামান আলম মুন্সি (৪৫)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খায়রুজ্জামান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রামের চেরাক আলী মুন্সীর ছেলে।

ভাঙ্গা উপজেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে তাকে সংবর্ধনা জানাতে বুধবার রাতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের গাড়িবহর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে গাড়িবহর পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খাইরুজ্জামান। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে কৃষক দল নেতার আকস্মিক মৃত্যুর খবরে ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।