Image description

পৌষের হাড়কাঁপানো শীতে কাঁপছে গোটা দেশ। এর প্রভাব পড়েছে ঢাকাতেও। পৌষের দ্বিতীয় সপ্তাহের আজ শনিবার ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল মেগাসিটি ঢাকা। তীব্র শীত আর কুয়াশার দাপটে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ।

শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় সকালে যাদের জরুরি কাজে বাইরে বের হতে হয়েছে, তারা পড়েছেন ভোগান্তিতে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীর ছিন্নমূল মানুষকে। ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও উড়ালসড়কের নিচে আশ্রয় নেওয়া মানুষগুলো শীতবস্ত্র ও নিরাপদ আশ্রয়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। প্রয়োজনীয় খাবার ও ওম পাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের কাটছে অত্যন্ত কষ্টে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সে সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে হিমেল হাওয়া বইছিল, যার ফলে শীতের তীব্রতা ছিল অনেক বেশি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই কনকনে ঠান্ডা আরও বৃদ্ধি পায়।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, দেশের কিছু কিছু এলাকায় মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শীতের তীব্রতা এবং কুয়াশার প্রকোপ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।