রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভাটারা থানার ওসি ইমাউল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গত রাতে নাঈম কিবরিয়া নামের ওই আইনজীবী প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। তখন তার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তারা নাঈমকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এতে উনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। সেখানে আসামিদের অজ্ঞাতপরিচয় বলা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের গতিবিধি সম্পর্কে জানার চেষ্টা চলছে। সেইসঙ্গে অন্যান্য উপায়েও এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। আসামিদের গ্রেপ্তার করা গেলে নিশ্চিত হওয়া যাবে, এটি নিছক বাকবিতণ্ডার জের ধরে হত্যা, নাকি অন্য কোনো কারণ আছে।




Comments