ঢাকার বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল নবম। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ১৮৫ স্কোর নিয়ে ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবস্থায় রয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, আজ ঢাকার এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দূষণ বিরাজ করছে দক্ষিণ পল্লবী ও কল্যাণপুরে। দক্ষিণ পল্লবীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২২১ এবং কল্যাণপুরের স্কোর ২১৮। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই দুই এলাকার বাসিন্দারা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
এছাড়া তালিকার পরবর্তী অবস্থানে থাকা মিরপুরের ইস্টার্ন হাউজিং, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা, গোড়ান, তেজগাঁওয়ের শান্তা ফোরাম, পীরেরবাগ রেললাইন, বেচারাম দেউড়ি এবং মাদানি সরণির বেজ এজওয়াটার এলাকার বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ (স্কোর ১৫১-২০০) পর্যায়ে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা ‘পিএম ২.৫’-এর মাত্রাতিরিক্ত উপস্থিতি। সোমবার সকালে ঢাকার বাতাসে এই বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের চেয়ে ২০ গুণেরও বেশি রেকর্ড করা হয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।




Comments