Image description

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অভিযানে আটক করার ঘটনায় বিশ্বজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে। খনিজ সম্পদে সমৃদ্ধ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, তবে সামরিক জোট ন্যাটোর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার কথা বলায় এমন প্রতিক্রিয়া জানান তিনি।

গত সোমবার ডেনমার্কের সম্প্রচারমাধ্যম টিভি টু-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডেরিকসেন বলেন, যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর সামরিক হামলা চালায়, তবে সেটিই হবে সবকিছুর শেষ। তার ভাষায়, এতে শুধু ন্যাটোরই অবসান ঘটবে না, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ যে নিরাপত্তা কাঠামোর ওপর নির্ভর করে এসেছে, তাও ভেঙে পড়বে।

গত শনিবার রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বিস্ময় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

বিশেষ করে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে উদ্বেগ বেশি দেখা যায়। কারণ, আর্কটিক অঞ্চলের খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ন্যাটোর অন্তর্ভুক্ত।

ভেনেজুয়েলা অভিযানের পরপরই ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি আবারও সামনে আনেন। এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস ফ্রেডেরিক নিয়েলসেন ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেন।