Image description

আটলান্টিক মহাসাগরের গভীরে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ধাওয়ার পর রাশিয়ার পতাকাবাহী একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। ভেনেজুয়েলার তেল রপ্তানি বন্ধে আমেরিকার বৈশ্বিক নিষেধাজ্ঞার অংশ হিসেবে বুধবার আইসল্যান্ডের কাছে এই অভিযান চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক বাহিনীর হাতে কোনো রুশ পতাকাবাহী জাহাজ জব্দ হওয়ার ঘটনা এটিই প্রথম। এর ফলে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে উত্তেজনার পারদ আরও কিছুটা বাড়ল বলেই প্রতীয়মান হচ্ছে।

মার্কিন ইউরোপীয় কমান্ডের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় ধাওয়া করে তেলবাহী এই ট্যাঙ্কারটিকে জব্দ করে মার্কিন বাহিনী। ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার সাথে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

বেলা-১ নামে পরিচিত এই ট্যাঙ্কারটির ওপর ২০২৪ সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। অবৈধ তেল পরিবহনে নিয়োজিত একটি ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া জাহাজ বহরের অংশ হিসেবে কাজ করার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

দুটি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মার্কিন কোস্ট গার্ড এবং সামরিক বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে।

পাশাপাশি বুধবার ক্যারিবীয় অঞ্চলেও পৃথক আরেকটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে মার্কিন সাদার্ন কমান্ড তাদের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে একটি ঘোষণাও দিয়েছে। সাউদার্ন কমান্ড জানিয়েছে, জাহাজটিকে ‘রাষ্ট্রহীন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এটি ‘অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত ছিল’ বলে অভিযোগ আনা হয়েছে।