Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া কখনোই স্বার্থের জন্য সমঝোতা করেননি। তিনি সব সময় ত্যাগ করেছেন। ত্যাগের একটি মূল্য আছে। তার সাহস থেকে আমরা সাহস পেয়েছি। তিনিই আমাদের বছরের পর বছর সাহস যুগিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া আধিপত্যবাদকে কখনো মেনে নেননি। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো সমঝোতা করেননি। তার জন্য বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতো জনপ্রিয়। আজকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য লাখ লাখ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকেন। যারা দেশ বিক্রি করেছেন, যারা  দুর্নীতি করেছে, তারা কেউ এখন দেশে নেই।