Image description

নারায়ণগঞ্জের একটি জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে ‘র‍্যাব’ পরিচয়ে অপহরণ করে ৮০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ইমরান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছিনতাইকারীরা গামছা দিয়ে দুজনের চোখ বেঁধে মারধর করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

আহত দুই কর্মচারী হলেন নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি (৪৮)। তারা দুজন শহরের কালির বাজার স্বর্ণপট্টির মনিরুল ইসলামের মালিকানাধীন ‘হাজী জুয়েলারি’র কর্মচারী।

পুলিশ জানায়, শহরের কালিরবাজার স্বর্ণপট্টির হাজী জুয়েলারির মালিক মনিরুল ইসলাম বুধবার সকালে স্বর্ণ বিক্রি করতে তার প্রতিষ্ঠানের দুই কর্মচারী মোজাম্মেল হক ও ফজলে রাব্বিকে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণ শিল্পালয়ে পাঠান। সেখানে স্বর্ণ বিক্রি করে নগদ ৮০ লাখ টাকা নিয়ে দুপুরে নারায়ণগঞ্জে ফিরতে ঢাকার গুলিস্তান থেকে ‘শ্রাবণ পরিবহন’ নামের একটি বাসে ওঠেন তারা।

বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাস এসে চলন্ত বাসটির গতিরোধ করে। এ সময় ওই গাড়ি থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে দুই কর্মচারীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে গামছা দিয়ে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ইমরান আহম্মেদ জানান, বিষয়টি বুঝতে পেরে পথচারীরা আহত মোজাম্মেল ও ফজলে রাব্বিকে উদ্ধার করে পুলিশকে খবর দিলে বন্দর থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান হাজী জুয়েলারির মালিক মনিরুল ইসলামকে ঘটনাস্থলের আওতাধীন রাজধানীর যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে। সেখানে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মামলা রেকর্ড হওয়ার পর থানা পুলিশ সে অনুযায়ী কাজ করবে।’