রাজধানীর মোহাম্মদপুরে একটি জুয়েলারি দোকানে গভীর রাতে ফিল্মি কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। হুডি ও মাঙ্কি টুপি পরা একটি সংঘবদ্ধ চোর চক্র দোকানটির তালা ভেঙে মাত্র কয়েক মিনিটের মধ্যে ৭০ ভরি স্বর্ণ এবং ৬০০ ভরি রুপা লুটে নিয়ে গেছে।
রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার ‘নিউ রানা জুয়েলার্সে’ এই ঘটনা ঘটে।
দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ২১ মিনিটে ৭ থেকে ৮ জনের একটি দল দোকানের সামনে আসে। সবার পরনেই ছিল হুডি বা জ্যাকেট, আর মুখ ঢাকা ছিল মাস্ক ও মাঙ্কি টুপিতে। তারা অত্যন্ত দক্ষ হাতে দোকানের শাটার এবং ভেতরের থাই গ্লাস খুলে ভেতরে প্রবেশ করে। এরপর শোকেস ও ক্যাশ বাক্স থেকে দ্রুত স্বর্ণালংকার ও নগদ টাকা সংগ্রহ করে ব্যাগ ভর্তি করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও চোর চক্রকে গ্রেপ্তারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু হয়েছে।
এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী দোকান মালিক দ্রুত বিচার ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments