Image description

সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ব্যস্ত ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন। দুপুর সাড়ে তিনটার দিকে অবরোধ শুরু হলে গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা চেয়ার, টেবিল ও বিভিন্ন ব্যারিকেড দিয়ে সড়ক আটকে রাখেন। পুলিশ বারবার তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা অনড় থাকেন। মাঝে মাঝে কিছু গাড়ি সরানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা গাড়ির সামনে শুয়ে বা উপর বসে প্রতিবাদ জানান। ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে।

অবরোধ চলাকালে মিরপুরগামী একটি দ্বিঘাত বিআরটিসি বাস ভাঙচুরের শিকার হয়। বাস চালক রেজাউল করিম বলেন, “আমাকে বাসটি এগিয়ে দিতে বলা হয়েছিল। হঠাৎ ভাঙচুর শুরু হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে যান।” ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব উত্তেজনাও লক্ষ্য করা গেছে।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাজিদ বলেন, “সাকিব হত্যার এক মাসের বেশি সময় পার হলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের বারবার বুঝিয়েছি। একটি মামলা হয়েছে এবং বাকি আসামিদের শনাক্তে অভিযান চলছে। আমাদের মূল লক্ষ্য এখন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক করা।”

মানবকণ্ঠ/আরআই