Image description

ঢাকার পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৬) নামের এক মুদি ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে গুলি করে টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে সকাল সোয়া ৯টার দিকে গুলিবিদ্ধ দীপুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহত ব্যবসায়ীর স্ত্রী আফরোজা বলেন, “আমরা পল্লবীর সেকশন ১২ এর ব্লক-ই, রোড নম্বর ৫, বাসা নম্বর ১–এ নিজ বাড়িতে থাকি। আমাদের বাড়ির নিচেই আমার স্বামীর একটি মুদি দোকান রয়েছে। এদিন ভোরে দোকান খোলার জন্য বাসার নিচে দাঁড়ানো মাত্রই মুখোশধারী তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে দাঁড়ায়। এরপর কোনো কিছু বোঝার আগেই আমার স্বামীর বাম পায়ের হাঁটুর ওপরে গুলি করে এবং তার কাছে থাকা নগদ ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়”।

তিনি আরও বলেন, “আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে কে বা কারা এ কাজ করেছে তা আমরা কিছুই জানি না”।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আজ সকালের দিকে বাম পায়ে হাঁটুর উপরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি পল্লবী থানা পুলিশকে অবহিত করেছি”।