Image description

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই কাদের মোড়ল (৫৫) নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৬টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাদের মোড়ল (৫৫)  পাখিমারা ইউনিয়নের মৃত খতিব মোড়লের পুত্র।

পরিবারের বরাত দিয়ে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম আমজাদুল ইসলাম জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন সেহেরির পর ছোট ভাই কাদের মোড়ল জমিতে বালু তোলার সময় বড় ভাই মোঃ ওয়াহেদ মোড়লের নেতৃত্বে অন্যান্য ভাইয়েরা তার উপরে আক্রমণ করে। একপর্যায়ে ওয়াহেদ মোড়ল নিহত কাদের মোড়লের ঘাড়ে সজোরো আঘাত করে। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওয়াহেদ মোড়ল সহ অন্য ভাইয়েরা পালিয়ে গেছে।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।