Image description

ঈদকে সামনে রেখে জনপ্রিয় সব ব্র্যান্ডশপ থেকে গ্রাহকের কেনাকাটা আরও সহজ করতে ফেসবুক-ভিত্তিক লাইভ থেকে শপিং করার সুযোগ করে দিচ্ছে বিকাশ। বিকাশ এর অফিসিয়াল ফেসবুক পেইজ, বিকাশ ফর বিজনেস ও সংশ্লিষ্ট মার্চেন্টদের পেইজ থেকে লাইভ চলাকালীন গ্রাহকরা লা রিভ, সারা লাইফস্টাইল, সেইলর, র নেশন, ফেব্রিলাইফ ও সেলাই এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোতে কেনাকাটা করে মার্চেন্টভেদে পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট/ক্যাশব্যাক। শুধু তাই নয়, এই লাইভ সেশনগুলো থেকে গ্রাহকরা বিভিন্ন ব্র্যান্ডের ঈদ কালেকশনগুলো সম্পর্কেও ধারণা নিতে পারছেন।

লাইভ চলাকালীন গ্রাহকরা সরাসরি মার্চেন্টদের ফেসবুক অথবা ওয়েবসাইট ভিজিট করে পণ্য অর্ডার করতে পারছেন। পাশাপাশি, আউটলেট থেকে কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্ট করার সময় ‘R1’ কুপন যোগ করে গ্রাহকরা পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

এই ক্যাম্পেইনের অধীনে প্রতিদিন লাইভ সেশন হচ্ছে এসব পেইজগুলোতে যেখানে জনপ্রিয় হোস্টরা ব্র্যান্ডগুলোর ঈদ কালেকশন তুলে ধরছেন। শুধু তাই নয়, গ্রাহকরা লাইভ সেশনটি বিভিন্ন গ্রুপে, পেইজে বা প্রোফাইলে শেয়ার করে জিতে নিতে পারেন উপহার। 

সবচেয়ে বেশি শেয়ারকারী বিজয়ী পাবেন মার্চেন্টের পক্ষ থেকে আকর্ষনীয় উপহার। লাইভ চলাকালীন সময়েই বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়াও, নির্দিষ্ট কিছু মার্চেন্টে গ্রাহকরা লাইভ শেয়ার করার স্ক্রিনশট দেখালে কেনাকাটায় পাচ্ছেন আরও বিশেষ ছাড়।