শ্রম আইনের সংশোধন প্রত্যাখ্যান করে তা পরিবর্তনের দাবি জানিয়েছে পোশাক খাতের তিন বৃহৎ সংগঠন–বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এই দাবি জানান তারা।
সংগঠনগুলো দাবি, টিসিসির সভায় নেওয়া সিদ্ধান্তের বাইরেও কিছু বিষয় অধ্যাদেশে যুক্ত করা হয়েছে। অধ্যাদেশ প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট ধারা টিসিসির যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী করার আহ্বান ব্যবসায়ীদের।
অধ্যাদেশ অনুযায়ী, কল-কারখানায় ন্যূনতম ২০ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করা যাবে। এ বিধান রেখে শ্রম আইন সংশোধন করে নতুন অধ্যাদেশের গেজেট জারি করেছে সরকার।
আগের আইনে কোনো প্রতিষ্ঠানের ২০ শতাংশ শ্রমিকের সম্মতি ছাড়া ট্রেড ইউনিয়ন করা সম্ভব ছিল না। নতুন সংশোধনের ফলে সর্বনিম্ন ২০ জন কর্মী থাকলেই সংগঠন গঠনের সুযোগ তৈরি হলো, যা ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করেছে বলে আশা করা হচ্ছে।




Comments