রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া
দীর্ঘদিনের সংকট ও অস্থিরতা কাটিয়ে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’। রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত লাইসেন্স অনুমোদনের পাশাপাশি সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’-এর আওতায় এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে প্রথমে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই পাঁচ ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন এই ব্যাংকটির পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূলধনের দিক থেকে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক।
আমানতকারীদের আশ্বস্ত করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ নিরাপদ এবং তা দ্রুত পরিশোধ করা হবে। ২ লাখ টাকার বেশি আমানত ফেরত দেওয়ার বিষয়েও খুব শিগগিরই একটি বিস্তারিত স্কিম ঘোষণা করা হবে।
সরকারের আশা, নতুন নেতৃত্ব ও নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটি দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করবে এবং দেশের অর্থনীতিতে একটি শক্তিশালী ও আধুনিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে।




Comments