Image description

অবৈধ পথে মোবাইল ফোন আসা বন্ধ করতে এবং ব্যবসার পরিবেশ সহজ করতে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দাম কমে আসার সুযোগ তৈরি হবে।সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড)’ আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনারে এই ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান জানান, তারা এখন আমদানি করের ওপর নির্ভরতা কমিয়ে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে বেশি নজর দিচ্ছেন। তিনি বলেন, ‘ব্যবসা সহজীকরণ এবং অবৈধ পথে মোবাইল আসা বন্ধ করতেই আমদানি শুল্ক কমানো হবে।’

তিনি আরও উল্লেখ করেন, দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত বর্তমানে বেশ কম। রাজস্ব আয় কাঙ্ক্ষিত হারে না বাড়লে প্রয়োজনীয় খাতে ব্যয় করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। তবে বর্তমানে আর্থিক খাতের টানাপড়েন থাকলেও রাজস্ব আদায়ের গতি ইতিবাচক রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সেমিনারে দেশের সামগ্রিক অর্থনীতি ও দারিদ্র্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। তিনি জানান, গত তিন বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ লাখ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনতে পারলে দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বাড়বে।

সেমিনারে উঠে আসা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো:

গত এক বছরে ম্যানুফ্যাকচারিং খাতে নারীদের অংশগ্রহণ অর্ধেক কমে গেছে।

এলডিসি গ্রাজুয়েশন (স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ) পেছাতে চাইলে নতুন সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

রাজস্ব আদায়ের বর্তমান গতি আরও না বাড়ালে নতুন সরকারের পক্ষে উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া কঠিন হবে।

এনবিআরের এই ঘোষণার ফলে আশা করা যাচ্ছে, শীঘ্রই বৈধ পথে মোবাইল আমদানি বাড়বে এবং সাধারণ মানুষের হাতের নাগালে আসবে প্রয়োজনীয় এই ডিজিটাল ডিভাইসটি।