বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের পথিকৃৎ ও ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে ৯৩ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরদিন নিজ গ্রাম টাঙ্গাইলের গোসাই জোয়াইরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় আজ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স, বসুন্ধরায় করপোরেট অফিসসহ দেশব্যাপী সার্ভিস সেন্টার, প্লাজা ও পরিবেশক শোরুমগুলোতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
১৯২৪ সালের ৭ মে টাঙ্গাইলের গোসাই জোয়াইর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এস এম নজরুল ইসলাম। পিতা এস এম আতাহার আলী তালুকদার ও মাতা মোসাম্মৎ শামছুন নাহার। স্বাধীনতার পর আলাদা ব্যবসা শুরু করেন তিনি। প্রতিকূলতা জয় করে সততা ও কর্মনিষ্ঠায় সফলতা অর্জন করেন।
১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন রেজভী অ্যান্ড ব্রাদার্স (আরবি গ্রুপ)। পরে পরিবারের সিদ্ধান্তে ব্র্যান্ড নাম হয় ওয়ালটন ও মার্সেল। ২০০৮ সালে গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় উৎপাদন শুরু হয় ফ্রিজ দিয়ে। পর্যায়ক্রমে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মোবাইল, ল্যাপটপ, কম্প্রেসার, লিফটসহ শতাধিক পণ্য উৎপাদন শুরু করে ওয়ালটন। বর্তমানে ৫০ হাজারের বেশি কম্পোনেন্টও তৈরি করছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটনের দূরদর্শিতায় ‘মেড ইন বাংলাদেশ’ এখন বিশ্বে সম্মানের প্রতীক। ৫০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে পণ্য। প্রায় ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি পণ্য উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে ওয়ালটন কমপ্লেক্স। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা পরিদর্শনে মুগ্ধ হয়ে ওয়ালটনকে শিল্পায়নের মডেল বলে অভিহিত করেছেন।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজসেবায়ও অবদান রেখেছেন নজরুল ইসলাম। নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন এস এম নজরুল ইসলাম কারিগরি বিদ্যালয়। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সাহায্য করতেন নিয়মিত। দুস্থদের জন্য বয়স্কভাতা প্রকল্প চালু করেন। টাঙ্গাইল জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।
পাঁচ ছেলে ও দুই মেয়ের জনক এ মহৎপ্রাণ ব্যক্তির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের শিল্প ইতিহাসে।




Comments