প্রবাসীদের পাঠানো এবং পণ্য ও সেবা খাতের ইনওয়ার্ড রেমিট্যান্স দ্রুত গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দিতে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্সের তথ্য এলে তা ওই দিনই এবং ব্যাংকিং সময়ের পর এলে পরবর্তী কর্মদিবসের মধ্যেই গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
নতুন নির্দেশনার মূল বিষয়সমূহ:
১. সময়সীমা: ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্স এলে একই দিনে এবং ব্যাংকিং সময়ের পর এলে পরবর্তী কর্মদিবসে তা গ্রাহকের অ্যাকাউন্টে জমা করতে হবে।
২. তাৎক্ষণিক বিজ্ঞপ্তি: ব্যাংকগুলোকে রেমিট্যান্সের তথ্য পাওয়া মাত্রই গ্রাহককে তা জানাতে হবে।
৩. দ্রুত যাচাই প্রক্রিয়া: প্রয়োজনীয় তথ্য হাতে থাকলে কিছু নথিপত্র বা যাচাই প্রক্রিয়া বাকি থাকলেও অর্থ জমা করা যাবে। তবে যে ক্ষেত্রে আগাম যাচাই বাধ্যতামূলক, সেখানে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে হবে।
৪. আধুনিক প্রযুক্তি: লেনদেন দ্রুত ও স্বচ্ছ করতে 'স্ট্রেইট-থ্রু প্রসেসিং' (STP) এবং পুরো প্রক্রিয়া অনুসরণ করতে 'ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজেকশন রেফারেন্স' (UETR) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
৫. কাগজপত্রের ঝামেলা হ্রাস: ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম শক্তিশালী করার মাধ্যমে ফরম সি এবং ফরম সি (আইসিটি)-এর প্রয়োজনীয়তা কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। তবে ব্যাংকগুলোকে এই নতুন নিয়ম ও পদ্ধতি পুরোপুরি বাস্তবায়নের জন্য চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে প্রবাসী ও রপ্তানিকারকদের অর্থ প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা কমবে এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রাহকদের আস্থা আরও বাড়বে।
মানবকণ্ঠ/আরআই




Comments